কমরেড মেহেদীর প্রতি অবিচার করা হয়েছে বলে মন্ত্য করেছেন নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি নতুনধারা বাংলাদেশ-এনডিবি আয়োজিত শোক সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
১২ অক্টোবর দুপুর ২ টায় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের-এর সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে জনাব মেহেদী আরো বলেন, নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র সাথে তার ছিলো আদর্শিক সম্পর্ক। এই সম্পর্কের সূত্র কমরেড মেহেদীর ‘গরিবী হটাও আন্দোলন’ ও ‘গণতান্ত্রিক কর্মী শিবির’ –এর মত গণমানুষের মুক্তিকথা। যে কথাকে কাজে পরিণত করতে তিনি নিবেদিত ছিলেন মৃত্যুর পূর্বমূহুর্ত পর্যন্ত। তাকে কোন সরকারই মূল্যায়ন করে নি।
আজ যখন তাঁর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ অন্যান্য সকল আন্দোলনের ইতিহাস নিয়ে আলোচনা হবে অনেকেই অনেক কথা বলবেন; কিন্তু তার জীবিত থাকাকালিন সময়ের কথা কেউ বলবে না। এড়িয়ে যাবে; যেভাবে এড়িয়ে গেছে বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সকল সরকার-আমলা আর দলীয় নেতাকর্মীরা।
সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবি’র প্রেসিডিয়াম মেম্বার মানিক চক্রবর্তী, হারুণ মুহাম্মদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান এইচ আর শাকিল, শেখ হাবিব খোকন, সেচ্ছাসেবকধারা’র নেতা হাসানুজ্জামান চৌধুরী, নতুনধারা বাংলাদেশ-এনডিবি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহামুদ হাসান তাহের, মুন্সিগঞ্জ জেলা এনডিবি’র সাধারণ সম্পাদক এম ইলিয়াস, জাতীয় মহিলা ধারা’র সহ-সাধারণ সম্পাদক শেখ রওশন আরা লিজা, টিএম ফরহাদ শিমুল, ফেরদৌসী বেগম প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে নেতৃবৃন্দ মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালনপূর্বক পুষ্পস্তবক অর্পণ করেন।
সানবিডি/ঢাকা/রাআ