গোপালগঞ্জ সদরে শাশুড়ি ও স্ত্রীর বোনের ৩ সন্তানকে পুড়িয়ে হত্যার দায়ে আজাদ মোল্লাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দিন এ রায় দেন। এ সময় একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আজাদ মোল্লার বাড়ি সদর উপজেলার চরমানিকদাহ গ্রামে।
জানা গেছে, স্ত্রী সরিফা বেগমের সঙ্গে কলহের জেরে ২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে শ্বশুরবাড়িতে আগুন দিয়ে পালিয়ে যান আজাদ। তাতে পুড়ে মারা যান সরিফার মা ফুরিয়া বেগম, তার বোনের ছেলে ১৪ বছরের আমিনুর, ৭ বছরের তামিম ও বোনের মেয়ে ৪ বছরের তনিমা। পরে এ ঘটনায় ফুরিয়ার ছেলে সাইফুল গাজী পরদিনই আজাদ মোল্লাকে আসামি করে হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী শামচুন্নাহার বেগম এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘ শুনানি শেষে আট বছর পর এই রায় দেয় আদালত।