জাতীয় সংসদের বিরোধী দলকে ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে আখ্যায়িত করে তাদের জনগণের কাতারে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মুক্তি পরিষদ’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে জাতীয় পার্টির (জাপা) উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
নোমান বলেন, ‘মালয়েশিয়া শ্রমিক নিচ্ছে না। তারপরও মালয়েশিয়া শ্রমিক নিবে বলে মিথ্যাচার করছে সরকার। এর মাধ্যমে সারা দেশের জনগণকে বিভ্রান্ত করে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা কোটি কোটি টাকা হাতিয়ে নিবে।’
তিনি বলেন, ‘বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে দলকে সংগঠিত করা হবে। তারপর নতুন নেতাদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের বিরুদ্ধে গিয়ে ইয়াহিয়া, আইয়ুব খান ও স্বৈরাচার এরশাদও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, এ সরকারও পারবে না। জনগণের শক্তিই বড় শক্তি। বিএনপি জনগণের শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।’
জাতীয় পার্টিকে (জাপা) ইঙ্গিত করে বিএনপির এ নেতা বলেন, ‘সত্য ও সরকারের বিরুদ্ধে কথা বলার অপরাধে বিএনপি নেতাদের কারাগারে নেয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহু মামলার আসামি করা হয়েছে। এটা সরকারের ভুল। সরকারের এসব ভুল ধরিয়ে দেয়ার দায়িত্ব বিরোধী দলের। এটাই তো সত্যিকারের বিরোধী দলের কাজ। কিন্তু বর্তমান সংসদের বিরোধী দল সেটা করতে পারছে না। তারা গৃহপালিত বিরোধী দল। তাই তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা গৃহপালিত না থেকে জনগণের কাতারে দাঁড়ান।’
জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সম্পাদক হারুনূর রশিদ হারুনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ।