ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশে ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। বুধবার দুর্ঘটনার সময় ট্রাকটিতে ২৯ জন যাত্রী ছিলেন। খবর বার্তা সংস্থা এপির।
খবরে বলা হয়, ওই গাড়িতে ছিল স্থানীয় স্বর্ণখনির শ্রমিক আর তাদের পরিবার। ইস্টার সানডে উদযাপনের উদ্দেশে মানোকোয়ারি থেকে প্রাদেশিক রাজধানীতে যাচ্ছিলেন তারা। পথেই বাঁক নেয়ার সময় পাহাড়ের সাথে ধাক্কা লেগে গিরিখাদে উল্টে পড়ে যানটি।
জীবিত ফেরা শ্রমিকরা জানান, ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় এই দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে এক শিশু এবং গাড়ির চালক। বাকিদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে প্রাণ হারান।