বৈশাখের প্রথম দিনে দেশের ৬ বিভাগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হয়েছে। এর মাঝে রংপুর বিভাগের ডিমলায় সর্বোচ্চ ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া একই বিভাগের রংপুর সদর ও রাজারহাটে বৃষ্টি হয়েছে ১৪ ও ১৫ মিলিমিটার। এছাড়া সিলেট বিভাগের সিলেট সদরে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।