সিলেট মহানগর এলাকায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা এবং খাসির মাংস ৮৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ধর্মঘট প্রত্যাহারের দুদিন পর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে।
সিলেট সিটি করপোরেশন জানিয়েছে, গত বুধবার (১৩ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হয়েছে। নতুন দামের তুলনায় বাজারে বেশি দামে মাংস বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ক্রেতা ও ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে নতুন নির্ধারিত মূল্যে শুধু গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে। নির্ধারিত দামের বেশি মূল্যে কেনাবেচা করলে জরিমানার পাশাপাশি মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।