আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক ইফতার মাহফিল আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. জমির ও সদস্য সচিব ড. শাম্মি আহমেদ, মন্ত্রীপরিষদের সদস্যবর্গ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলাদেশে নিযুক্ত প্রায় ৩০টি দেশের কূটনীতিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বন্ধুপ্রতীম দেশগুলোর সাথে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এএ