

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মনসা মন্দির প্রাঙ্গণে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে আজ ১২ অক্টোবর সোমবার সকালে বস্ত্রবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার।
এসময় তিনি বলেন, ‘রাজনীতির মূল বিষয় হচ্ছে ক্ষমতা। ক্ষমতার জন্য যখন ধর্মকে ব্যবহার করা হয় তখন উদ্ভব হয় সাম্প্রদায়িকতার। গণতন্ত্রের সংগ্রামে ধার্মিক নেতারা থাকতে পারেন, কিন্তু ধর্ম ব্যবসায়ীরা কখনই থাকবে না। রার্ষ্ট্র হচ্ছে নাগরিকদের স্বার্থরক্ষার প্রতিষ্ঠান, রাষ্ট্র সব নাগরিককে সমান চোখে দেখবে এটিই প্রত্যাশিত।
সাম্প্রদায়িকতা ধর্মের নয়, রাজনীতির ব্যাপার। সাম্প্রদায়িকতায় ধর্ম চলে যায় রাজনীতের অধীনে, তখন হানাহানি অনির্বায হয়ে পরে।’ গৈলা মনসা মন্দির উন্নয়ন কমিটির সভাপতি শিক্ষক তারক চন্দ দে’র সভাপতিত্বে বস্ত্রবিতরণ সভায় অন্যান্যদের আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, বার্থী তারা মায়ের মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত বাবু, গৈলা মনসা মন্দির উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দুলাল দাশগুপ্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক ফণিভূষণ কর্মকার, মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুশান্ত কর্মকার প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ/অপূর্ব