তুরস্কের তুলা উৎপাদন ৪২ লাখ বেলে পৌঁছানোর পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-১৭ ০৯:০৫:৩১

২০২২-২৩ বিপণন মৌসুমে তুরস্কে তুলা উৎপাদন বেড়ে ৯ লাখ ২৫ হাজার টনে (৪২ লাখ বেল) পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস। আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম বেড়ে যাওয়ায় দেশটির তুলাচাষীরা ব্যাপক পরিসরে আবাদ বাড়িয়েছেন। পূর্বাভাস সত্য হলে এটিই হতে যাচ্ছে এক দশকের সর্বোচ্চ উৎপাদন।
এ বিষয়ে ইউএসডিএর প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তুলার শক্তিশালী দামের কারণে তুরস্কের চাষীরা তুলনামূলক কম লাভজনক ফসল আবাদ থেকে সরে আসছেন। বিপরীতে তারা অব্যাহতভাবে তুলার আবাদ বাড়াচ্ছেন। ফলে ২০২২-২৩ বিপণন মৌসুমে আবাদি জমির পরিমাণ বেড়ে ৫ লাখ ১৫ হাজার হেক্টরে উন্নীত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই পূর্বাভাস অনুযায়ী, তুলা আবাদ থেকে শুরু করে ফলনের মাসগুলোয় আবহাওয়া পরিস্থিতির আরো উন্নতি হবে। গত বিপণন মৌসুমে দেশটি ভয়াবহ খরার মুখোমুখি হয়েছিল। তবে এবারের শীত মৌসুমে বৃষ্টিপাতের কারণে খরার প্রভাব অনেকটাই কেটেছে। আসন্ন বসন্তে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













