সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৩৭২ বারে ৩ লাখ ৩৯ হাজার ৫৬২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ২৮ শতাংশ। কোম্পানিটি ৬৭ বারে ৩৩ হাজার ৭৭১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা সালভো কেমিক্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৪৭ বারে ১৮ লাখ ১২ হাজার ২৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ২.৭৭ শতাংশ, ফার্মা এইডসের ২.৫২ শতাংশ, পদ্মা অয়েলের ২.৫২ শতাংশ, খান ব্রাদার্সের ২.৫০ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ২.৪৮ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ২.০৫ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার দর ১.৯৯ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস