গত মাসে আকরিক লোহা আমদানি কমেছে চীনে। এতে দেশটির ইস্পাত উৎপাদন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমদানি কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছে ব্রাজিল। মার্চে দেশটি চীনে অত্যন্ত স্বল্পমাত্রায় আকরিক লোহা সরবরাহ করে। এছাড়া চলমান ইউক্রেন যুদ্ধ আগামী মাসগুলোয় ধাতুটির বাণিজ্যিক প্রবাহ বাধাগ্রস্ত করবে বলেও ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বাজারবিশ্লেষকরা জানান, অস্ট্রেলিয়ার পর ব্রাজিলই চীনে সবচেয়ে বেশি আকরিক লোহা সরবরাহ করে। কিন্তু গত মাসে ভারি বৃষ্টিপাতের কারণে যথাসময়ে ব্রাজিলের বন্দর ছেড়ে যেতে পারেনি আকরিক লোহাবাহী জাহাজগুলো।
বর্তমানে চীন বিশ্বের শীর্ষ আকরিক লোহা ব্যবহারকারী দেশ। শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, মার্চে দেশটির আকরিক লোহা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ কমেছে।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, মার্চে দেশটি ৮ কোটি ৭২ লাখ ৮০ হাজার টন আকরিক লোহা আমদানি করে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১০ কোটি ২১ লাখ ১০ হাজার টন।
সানবিডি/এনজে