সাভারের আশুলিয়ায় ভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে বাসচাপায় প্রাণ হারিয়েছে স্কুল পড়ুয়া এক শিশু শিক্ষার্থী। নিহত ওই শিক্ষার্থীর নাম সাঈদ (১০)। তার বাবা আবু সুফিয়ান একজন চা-বিক্রেতা বলে জানা গেছে। রবিবার বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিল শিশু সাঈদ। এসময় নবীনগর-চন্দ্রা মহাসড়ক পার হতে গেলে চন্দ্রাগামী ইতিহাস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে প্রায় ৮-১০টি গাড়িতে ভাঙচুর চালায়। এসময় সড়কটির উভয় পাশে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে বেলা সাড়ে ১১টায় সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, আমরা ঘাতক বাস ও এর চালককে আটকের চেষ্টা চালাচ্ছি। আটকের পর তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
সানবিডি/ঢাকা/আহো