
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে খাদ্যশস্য বিশেষ করে গম ও ভুট্টা সরবরাহ সংকটের উদ্বেগ প্রকট আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে শস্য দুটির আবাদ বাড়ানোর পরিকল্পনা করছে ব্রাজিল। উদ্দেশ্য বাজারে আকর্ষণীয় দাম ও চাহিদার সুবিধা নেয়া। দেশটিতে গম ও ভুট্টার উৎপাদন বাড়লে তা বৈশ্বিক সংকট মোকাবেলায় সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্প্রতি এক প্রতিবেদনে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস জানায়, ২০২২-২৩ মৌসুমে গম ও ভুট্টা আবাদ বাড়াতে চায় ব্রাজিল। তবে কৃষ্ণসাগরীয় অঞ্চলে সংঘাতের কারণে দেশটিতে শস্য দুটির আবাদ বাড়ানোর জন্য পর্যাপ্ত সারের মজুদ আছে কিনা তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনের প্রক্ষেপণ অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে দেশটি ২ কোটি ২৫ লাখ হেক্টর জমিতে ভুট্টা আবাদ করবে। আবাদি জমির পরিমাণ গত বছরের তুলনায় ১০ লাখ হেক্টর বাড়বে। উৎপাদনের পরিমাণও দাঁড়াবে ২ কোটি ২৫ লাখ টনে। অন্যদিকে ৩৪ লাখ হেক্টর জমিতে গম আবাদ করা হতে পারে। শস্যটির উৎপাদন পৌঁছবে ৯০ লাখ টনে।
সানবিডি/ এনজে