যুক্তরাষ্ট্রের বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলের আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এবার এই ফোনের জন্য এলো নতুন একটি কেসিং। এই কেসিং নতুন আইফোনে লাগালে ফোনটি পানিতে সচল থাকবে। পাশাপাশি কেসিং এ থাকা ব্যাটারি ফোনটির আয়ু ৭০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেবে। এছাড়াও এই কেসিং ধুলোবালির হাত থেকেও ফোনটিকে রক্ষা করবে।
যুক্তরাষ্ট্রের মফি নামের একটি প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এই কেসিংটি তৈরি করেছে। কভারটির নাম জুস প্যাক এইচ ২ প্রো। মোফির এই জুস প্যাকে রয়েছে ২৯৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। যা আইফোন ৬ এস এবং ৬ এস প্লাসের ব্যাটারির আয়ু ৭০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ফলে ফোন দুইটিতে অতিরিক্ত ১৪ ঘণ্টা কথা বলা যাবে। ১১ ঘন্টা ভিডিও দেখা যাবে।
এই কেসিং ফোনে লাগালে প্রায় ৪ ইঞ্চি ওপর থেকে ফোনটি ভূমিতে পড়লেও ফোন অক্ষত থাকবে। এতে রয়েছে মিলিটারি স্ট্যান্ডার্ড ৮১০জি লেভেলের প্রটেকশন। আঘাত এবং কম্পন থেকেও এই কভার সুরক্ষা প্রদান করবে। কভারটির ওপরে রয়েছে স্ক্র্যাচ প্রটেকটেড গ্লাস। এতে রয়েছে পানি নিরোধক সুবিধাও। এই কভারটি অন্য সস্তা কভারের নয়। এর মূল্য ১৩০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১০ হাজার ৪০০ টাকা।
সানবিডি/ঢাকা/আহো