লংকাবাংলা ফাইন্যান্স ও র্যাংগস লিমিটেড এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড (এলবিএফএল)-এর হেড অফ রিটেইল ফাইন্যান্স খোরশেদ আলম এবং র্যাংগস লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ হামদুর রহমান সাইমন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে লংকাবাংলা ফাইন্যান্সের গ্রাহকরা গাড়ির দাম, গাড়ির খুচরা যন্ত্রাংশ সহ বিভিন্ন পণ্য ক্রয় করার ক্ষেত্রে র্যাংগস থেকে বিশেষ ছাড় উপভোগ করতে পারবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড-এর হেড অব অটো লোন আবু সাঈদ, সিনিয়র ম্যানেজার এইচ.এম পারভেজ খান ও র্যাংগস লিমিটেড-এর হেড অফ প্রাইভেট সেলস আসিফ সরওয়ার খান, হেড অব মার্কেটিং তানভীর হায়দার শুভ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এএ