একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার। রাত ১২টা ১মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে শিক্ষকরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়েরসহ বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে জাবি সাংবাদিক সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাত ও সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজনের নেতৃত্বে সাংবাদিকরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ, সাবেক সভাপতি জনি আলম, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সৈকত, সহ-সভাপতি সানাউল্লাহ মাহী, সাংবাদিক সৈয়দ এলতেফাত হোসাইন, সাইফ উদ্দিন আবির, শরীফুল কবির শামীম, সুমন আলী, রেজাউল করিম হীরা, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন নিলয়, নুর আলম হিমেল, মো. ইউসুফ জামিল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, শিক্ষক সমিতি, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, শাখা ছাত্রলীগ, বিভিন্ন হল, বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
সানবিডি/ঢাকা/আহো