পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩ কোম্পানি লভ্যাংশ ঘোষণা এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর হলো : ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, কর্ণফুলি ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিজ, মার্কেন্টাইল ব্যাংক, ইন্ট্রাকো, জেএমআই হসপিটাল, লাফার্জহোলসিম, এসকে ট্রিমস, আইটি কনসালটেন্টস, অলিম্পিক, জেএমআই সিরিঞ্জ, ইউনিলিভার, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, সিলভা ফার্মা, পেনিনসুলা, দেশ গার্সেন্টস, আজিজ পাইপস, কাশেম ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং মতিন স্পিনিং।
কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ব্যাংকের ২৬ এপ্রিল দুপুর আড়াইটায়, ইসলামী ব্যাংকের ২৬ এপ্রিল দুপুর ২.১৫টায়, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ২৮ এপ্রিল দুপুর আড়াইটায়, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৫ এপ্রিল দুপুর আড়াইটায়, অলিম্পিক এক্সেসরিজের ২৫ এপ্রিল দুপুর ২.২০টায়, মার্কেন্টাইল ব্যাংকের ২৪ এপ্রিল দুপুর আড়াইটায়, ইন্ট্রাকোর ২৬ এপ্রিল দুপুর আড়াইটায়, জেএমআই হসপিটালের ২৬ এপ্রিল বিকাল ৪টায়, লাফার্জহোলসিমের ২৫ এপ্রিল বিকাল ৪টায়, এসকে ট্রিমসের ২৫ এপ্রিল বিকাল সাড়ে ৩টায়, আইটি কনসালটেন্টসের ২৫ এপ্রিল বিকাল ৩টায়, অলিম্পিকের ২৮ এপ্রিল দুপুর আড়াইটায়, জেএমআই সিরিঞ্জের ২৬ এপ্রিল দুপুর আড়াইটায়, ইউনিলিভারের ২৬ এপ্রিল বিকাল ৪টায়, ইস্টার্ন ব্যাংকের ২৫ এপ্রিল দুপুর আড়াইটায়, প্রাইম ব্যাংকের ২৪ এপ্রিল দুপুর ২.০৫টায়, সিলভা ফার্মার ২৬ এপ্রিল দুপুর আড়াইটায়, পেনিনসুলার ২৩ এপ্রিল বেলা ১১টায়, দেশ গার্সেন্টসের ২৫ এপ্রিল দুপুর ২.১৫টায়, আজিজ পাইপসের ২৪ এপ্রিল দুপুর ২.১৫টায়, কাশেম ইন্ডাস্ট্রিজের ২৭ এপ্রিল দুপুর আড়াইটায়, বাংলাদেশ সাবমেরিন কেবলের ২৫ এপ্রিল দুপুর আড়াইটায় এবং মতিন স্পিনিংয়ের বোর্ড সভা ২৩ এপ্রিল দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, কর্ণফুলি ইন্স্যুরেন্স ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর অলিম্পিক এক্সেসরিজ, মার্কেন্টাইল ব্যাংক, ইন্ট্রাকো, জেএমআই হসপিটাল, লাফার্জহোলসিম, এসকে ট্রিমস, আইটি কনসালটেন্টস, অলিম্পিক, জেএমআই সিরিঞ্জ, ইউনিলিভার, ইস্টার্ন ব্যাংক, প্রাইম ব্যাংক, সিলভা ফার্মা, পেনিনসুলা, দেশ গার্সেন্টস, আজিজ পাইপস, কাশেম ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল ও মতিন স্পিনিংয়ের বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস