কলম্বিয়ায় ৩৭ হাজারের বেশি মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার গর্ভবতী নারী। দেশটির ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ শনিবার এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারির ১৩ তারিখ পর্যন্ত নতুন আরো ৫ হাজার ৪শ ৫৬টি কেস অন্তর্ভূক্ত হয়েছে।
এই ভাইরাস এতো দ্রুত ছড়াচ্ছে যে এর কারণে লাতিন আমেরিকায় সতর্কতা জারি করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীদের সদ্যজাত শিশু ছোট মাথা নিয়ে জন্মাচ্ছে। এই রোগের নাম মাইক্রোসেফেলি। এতে করে সদ্যজাত শিশুর মস্তিস্ক ও বুদ্ধিবিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটিতে ৩৭ হাজার ১১টি জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার রেকর্ড অন্তর্ভূক্ত হয়েছে। এদের মধ্যে ৬ হাজার ৩শ ৫৬ জনই গর্ভবতী নারী।
ব্রাজিলের পর জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কলম্বিয়ায়। স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী এবছর কলম্বিয়া জিকা ভাইরাসে ৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সানবিডি/ঢাকা/আহো