রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু মঙ্গলবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্ররা, রাশিয়া ও ইউক্রেনের চলমান দ্বন্দ্ব দীর্ঘ করার জন্য যা করার দরকার তাই করছে।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।
প্রতিরক্ষামন্ত্রী সোইগু জানান, ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের বিপুল পরিমাণ অস্ত্র পাঠানোই বোঝাচ্ছে, তারা চায় ইউক্রেনে শেষ মানুষটি থাকা পর্যন্ত যুদ্ধ হোক।
সের্গেই সোইগু জানান, রাশিয়া এখন দোনবাসে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে। তাদের লক্ষ্য দোনবাসের লুহানেস্ক ও দোনেৎস্কের জনগণকে স্বাধীন করা এবং সেখানে স্থিতিশীলতা আনা।
এদিকে রাশিয়া ইউক্রেনে প্রথম হামলা করে ২৪ ফেব্রুয়ারি। এর কিছুদিন পরই পর্দার আড়ালে চলে যান প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু। এর কয়েকদিন পরই খবর বের হয় সোইগু গুরুতর অসুস্থ। ফলে কয়েকদিন তিনি ক্যামেরার সামনে আসেননি।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে প্রথমবারের মতো কোনো বৈঠক করেছেন তিনি। তার বৈঠক করার ভিডিওটি আগের নাকি বর্তমান সময়ের সে বিষয়টি নিশ্চিত করতে পারেনি কেউ।
সূত্র: বিবিসি