বলা যায়, এই মুহূর্তে বলিউড নায়িকাদের হলিউডে এন্ট্রি নেয়ার মৌসুম চলছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের সাফল্যের পর হলিউডে অভিনয়ের সুপ্ত ইচ্ছার কথা জানিয়েছেন বলিউডের ধাক ধাক গার্ল মাধুরী দীক্ষিত।
শুধু অভিনয়ের ইচ্ছাই নয়, সেই সঙ্গে সহ অভিনেতা হিসেবে কাকে দেখতে চান, তাও সোজাসাপটা জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। হলি দুনিয়ায় কো-অ্যাক্টর হিসেবে মাধুরীর প্রথম পছন্দ ব্র্যাডলি কুপার।
কুপারের জাদুতে মুগ্ধ নায়িকা হলিউডে ডাক পেলে একমাত্র তাঁর পছন্দের নায়কের সঙ্গেই নাকি কাজ করতে চান। সম্প্রতি টুইটারে নিজের এই গোপন ইচ্ছের কথা শেয়ার করেছেন মাধুরী। অবশ্য তিনি এও জানিয়েছেন, ভাল চিত্রনাট্য পেলে এই মুহূর্তে দক্ষিণী ছবিতেও কাজ করবেন।
সানবিডি/ঢাকা/আহো