৪ দশমিক ৬ শতাংশ কমেছে চীনের অ্যালুমিনিয়াম আমদানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২০ ০৯:২৮:২২

মার্চে চীনের অ্যালুমিনিয়াম আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কমেছে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম দ্রুতগতিতে বাড়ছে। অতিরিক্ত দামের কারণে সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে চীনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এ কারণে ধাতব পণ্যটির আমদানি দুই লাখ টনেরও নিচে নেমেছে।
শুল্ক বিভাগের তথ্যানুযায়ী, গত মাসে চীন বিদেশের বাজার থেকে সব মিলিয়ে ১ লাখ ৯৭ হাজার ১৩৪ টন অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য আমদানি করে। এর মধ্যে প্রাইমারি, অগঠিত ও অ্যালয়েড অ্যালুমিনিয়ামও রয়েছে। অথচ ২০২১ সালের একই মাসে দেশটি সব মিলিয়ে ২ লাখ ৬ হাজার ৫৫৬ টন অ্যালুমিনিয়াম আমদানি।
সানবিডি/ এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













