টাঙ্গাইলের মির্জাপুরে অপহৃত দশম শ্রেণির সেই স্কুলছাত্রী অনিমা কর্মকারকে ঢাকা তেজগাঁও থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদে মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে উদ্ধার করে। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে চিত্ত কৈবর্ত দাসকেও আটক করা হয়েছে।
গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে চিত্ত কৈবর্ত দাস ও তার সহযোগীরা মোটরসাইকেলযোগে অনিমাকে অপহরণ করে নিয়ে যায়। অনিমা এ উপজেলার বরাটি গ্রামের দুলাল কর্মকারের মেয়ে এবং বরাটি নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অপহরণের প্রতিবাদে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং স্কুলছাত্রী উদ্ধারে প্রশাসনে তোড়জোড় শুরু হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, অনিমাকে ঢাকার একটি বাসা থেকে উদ্ধার এবং এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অনিমাকে তার বাবা-মার কাছে বুঝিয়ে দেয়া হবে বলে তিনি জানান।
সানবিডি/ঢাকা/আহো