মেসি-নেইমারদের বার্সা ছাড়ার গুজব প্রায়ই বাতাসে ভেসে বেড়ায়। অথচ এমএনএস খ্যাত মেসি-নেইমার-সুয়ারেজ বার্সার আক্রমণভাগে এবার দুর্দান্ত চমক দেখিয়েছেন। তিনজনের খেলায় যে বুঝাপড়া তা রীতিমতো অবাক করার মতোই ঘটনা। চলতি মৌসুমে তিনজন করেছেন ৭৩ গোল। তাই বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তমু মনে করেন বার্সা শুধু একটি ক্লাব নয়, তার চেয়েও বেশিকিছু। তাই এমএনএসসহ অন্য খেলোয়াড়রা এখানে সুখি। তারা শুধু টাকার জন্য অন্যত্র যাবে না।
বার্তমো বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। কেননা আমরা বিশ্বাস করি তারা এই শহর ও এই ক্লাব নিয়ে খুশি। তারা নিজেদের খেলাটা উপভোগ করছে। তারা সবাই একটা গ্রুপে রয়েছে। তাই আমরা নিশ্চিত তারা অন্য কোথাও যাবে না। বিশেষ করে টাকার জন্য তারা এমন সিদ্ধান্ত নেবে না।’
তার এই মতের সমর্থনে মেসির সাম্প্রতিক বক্তব্যের কথা তুলে ধরেন। যেখানে তিনি বলেছেন ‘বার্সেলোনাই একমাত্র ইউরোপিয়ান ক্লাব যার হয়েই শুধু আমি খেলব।’ নেইমার যখন তিন বছর পর বার্সায় এসেছিলেন তখন রিয়াল মাদ্রিদ থেকে বড় অঙ্কের দাম হাঁকানো হয়েছিল। এরপরও কাতালানদের বেছে নিয়েছিলেন ব্রাজিলিয়ান এই তরুণ তারকা। মেসি রয়েছেন ১৩ বছর বয়স থেকে। আর সুয়ারেজ এক বছরেই দারুণভাবে মানিয়ে নিয়েছেন এ দুজনের সঙ্গে।
সেসব উদাহরণের তুলে ধরে বার্তমো বলেন, ‘মেসি ১৩ বছর বয়স থেকে এখানে আছে। নেইমার এসেছে ২০১৩ সালে। তার প্রথম বছরটা ছিল উন্নতির। এরপর সুয়ারেজ এসেছে। আমরা তাকে শুরুতে কিছুটা পরিবর্তন করে খেলেছিলাম। এখন সে নয় নম্বরে নিজের জায়গা করে নিয়েছে। মেসি তার পজিশনে বিশ্বের সেরা। নেইমারও দুর্দান্ত মেধাবী। সেও সেরা খেলোয়াড়। শুধু এই তিনজনই নয় ইনিয়েস্তা, বুসকেট, পিকেদের কথাও বলা যায়। তারা সবাই নিজেদের পজিশনে দুর্দান্ত।’
সানবিডি/ঢাকা/আহো