ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এতে বাদ যায়নি দেশটির প্রেসিডেন্ট পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তসোভা ও কাতেরিনা তিখোনোভার। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর এবার কানাডাও পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটারে বলেছে, অবৈধভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটিতে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব অভিযোগের কারণে পুতিনের দুই মেয়েসহ ১৪ জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রাশিয়ার অভিজাত ধনী ব্যক্তিও আছেন।
উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্যও অবরোধ আরোপ করে তাদের ওপর। সূত্র : রয়টার্স, আলজাজিরা