আসন্ন ঈদুল ফিতরের ছুটির মধ্যে এক্সিম ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকের বিদ্যমান কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ২৮ এপ্রিল রাত থেকে ৫ মে সকাল পর্যন্ত ব্যাংকটির সকল সেবা বন্ধ রাখা হবে।
ব্যাংকটির আবেদনে সায় দিয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এক্সিম ব্যাংক লিমিটেডের বিদ্যমান কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের কাজ করা হবে। এজন্য আগামী ২৮ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ৮ থেকে ৫ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা পর্যন্ত এক্সিম ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে। এ বিষয়ে এক্সিম ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
এদিকে সরকারি ছুটির তথ্য অনুযায়ী, ঈদের সরকারি ছুটির কারণে ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ব্যাংকসহ সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে ২৯ ও ৩০ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার তৈরি পোশাক সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের শাখা খোলা থাকবে।
এএ