ভারতে পুরস্কার ফিরিয়ে দেওয়ার হিড়িক!

প্রকাশ: ২০১৫-১০-১২ ২০:২৫:৩৯


Indai1444637619পুরস্কার ফিরিয়ে দেওয়ার হিড়িক পড়েছে ভারতে। হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার ফুঁসে উঠেছেন যেন লেখক সম্প্রদায়। বিশেষ করে সাম্প্রতিক সময়ের কালবার্গির হত্যা ও দাদরি কাণ্ডে ৫০ বছর বয়সী মুহম্মদ আখলাকের হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারেননি তারা। তাই এবার সাহিত্য একাডেমি পুরস্কার ফিরিয়ে দিলেন ভারতের আরো ছয় বিশিষ্ট লেখক।

তারা হলেন গুজরাটের লেখক গণেশ দেবী, দিল্লির আমন শেঠি, কন্নড় লেখক কুম বীরভদ্রাপ্পা, পাঞ্জাবের গুরবচন ভুল্লার, অজমের সিংহ ঔলাখ এবং আত্মজিৎ সিংহ। সেই সঙ্গে রোববার সাহিত্য একাডেমির সাধারণ পরিষদ থেকে ইস্তফা দিয়েছেন কন্নড় লেখক এবং গবেষক অরবিন্দ মালাগাত্তি।

মালাগাত্তির বলেন, ‘কালবার্গির হত্যার ঘটনায় সাহিত্য একাডেমির চুপ করে থাকার নিন্দা করে পদত্যাগ করলাম।’ তার ক্ষোভ, এমন ঘটনা দেশের সাংবিধানিক অধিকারে আঘাত হানে। পঞ্জাবি লেখক ভুল্লার বলেন, ‘যেভাবে মানুষের মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, তা নিয়ে আমি প্রচণ্ড বিরক্ত।’ আবার দেশের সম্প্রীতি রক্ষা করতে কেন্দ্রীয় সরকার কিছুই করছে না বলে মনে করেন প্রখ্যাত পাঞ্জাবি নাট্যকার ঔলাখ।

এর আগে শনিবার সাহিত্য  একাডেমি পুরস্কার ফিরিয়ে দেন মালয়লাম সাহিত্যিক সারাহ্ জোসেফ। তার আগে পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন সাহিত্যিক নয়নতারা সহগল ও অশোক বাজপেয়ি। কালবার্গি হত্যার প্রতিবাদে সাহিত্য একাডেমির সাধারণ পরিষদ থেকে ইস্তফা দিয়েছিলেন সাহিত্যিক শশী দেশপান্ডে।

সানবিডি/ঢাকা/রাআ