চট্টগ্রামে একটি মশার কয়েল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৯টায় ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পানওয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ জানান, আগ্রাবাদ পানওয়ালা পাড়া এলাকায় ‘সকাল অ্যান্ড কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠানের মশার কয়েল তৈরির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে দুই লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
কী কারণে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
সানবিডি/এনজে