রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় দোকান কর্মচারী মুরসালিন নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন মুরসালিনের ভাই নুর মোহাম্মদ।
শুক্রবার (২২ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাইয়ুম।
তিনি বলেন, নিহত মুরসালিনের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে দায়ের মামলা করেন। তিনি মামলায় কোনো আসামির নাম উল্লেখ করেননি। মামলার তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে, সংঘর্ষে কুরিয়ার কর্মী নাহিদ হাসান নিহতের ঘটনায় তার পরিবারের করা হত্যা মামলায় ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, ১৭ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা পর ওই সংঘর্ষ নিয়ন্ত্রণে এলেও পরদিন মঙ্গলবার সকাল ১০টার পর ফের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। যা চলে সন্ধ্যা পর্যন্ত। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইতোমধ্যে মারা গেছেন দুইজন।