সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক একচেঞ্জ বা ডিএসইতে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। আজ সোয়া ১২ পর্যন্ত ডিএসইতে ১৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। একই সময়ে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১০ কোটি টাকার লেনদেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৫টি কোম্পানির। আর দর কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮১ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬৭ পয়েন্টে।
এই সময়ে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। একই সময়ে সিএসই সার্বিক সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৯ পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।
সানবিডি/ঢাকা/আহো