কক্সবাজারের রামুর বাকঁখালী নদীতে ডুবে তাসফিয়া নূর জোহরা (৯) ও জান্নাতুল মাওয়া (৫) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে, সকালে তারা নিখোঁজ হন।
নিহত দুই বোন ফতেখাঁরকুল ইউনিয়নের খোন্দকার পাড়ার আব্দুল করিমের মেয়ে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন বলেন, ‘সকালে ৫ শিশু নদীর কাছে গেলে পানিতে পড়ে যায়। সেখান থেকে তিন জনকে উদ্ধার করা গেলেও দুজন নিখোঁজ ছিল। পরে তাদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।’