রাশিয়া থেকে মার্চ মাসে কয়লা আমদানি কমিয়েছে চীন। মূলত দেশটির অর্থনীতির ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার প্রভাবমুক্ত থাকতেই আমদানি কমানো হয়েছে। এমনিতেই চীন অত্যন্ত স্বল্প পরিমাণ বৈদেশিক কয়লা কেনে।
এ বিষয়ে চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের দেয়া তথ্যানুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় কয়লা ব্যবহারকারী দেশটি গত মাসে রাশিয়া থেকে ৩১ লাখ ২০ হাজার টন কয়লা কিনেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি ৩০ শতাংশ কমেছে। ২০২১ সালের মার্চে দেশটি ৪৪ লাখ ৩০ হাজার টন কয়লা আমদানি করেছিল।
এদিকে মার্চে চীনের মোট কয়লা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমেছে। মূলত দেশটির খনিগুলোয় রেকর্ড সর্বোচ্চ কয়লা উত্তোলন এবং সরকারের মূল্য নিয়ন্ত্রণের কারণে বৈদেশিক কয়লার সরবরাহ আকর্ষণ হারিয়েছে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ান কয়লা আমদানিতে নিষেধাজ্ঞার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। এতে রাশিয়ান কয়লার দাম কমে যেতে পারে। এ পরিস্থিতিতে চীনের কিছু ব্যবসায়ী সাম্প্রতিক সপ্তাহগুলোয় রাশিয়া থেকে সস্তা কয়লা কেনার প্রয়াস চালাচ্ছে। এক্ষেত্রে তারা সুইফট সিস্টেম এড়িয়ে নিজস্ব মুদ্রায় মুদ্রা পরিশোধ করতে চায়।
পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ জানায়, ২০ এপ্রিল পর্যন্ত রাশিয়া থেকে ৩২ লাখ ৩০ হাজার টন কয়লা চীনের বন্দরগুলোয় এসে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, চলতি বছর চীন রাশিয়া থেকে গত বছরের তুলনায় দুই কোটি টন বেশি কয়লা আমদানি করবে। এছাড়া শুল্ক বিভাগের তথ্যে দেখা গিয়েছে, মার্চে ইন্দোনেশিয়া থেকে আমদানি ১ কোটি ২০ হাজার টনে পৌঁছেছে। গত বছরের একই সময় দেশটি থেকে ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন কয়লা আমদানি করা হয়েছিল।
সানবিডি/এনজে