পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলো বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ও ইপিএস ঘোষণা করবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-এনসিসি ব্যাংক, ইভিন্স টেক্সটাইল-ইটিএল, আরগন ডেনিম, সমরিতা হাসপাতাল, মতিন স্পিনিং, ডেল্টা স্পিনিং ও ওয়ালটন হাইটেক লিমিটেড।
এরমধ্যে এনসিসি ব্যাংক বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। বাকি ৬ কোম্পানি চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিগুলোর মধ্যে এনসিসি ব্যাংকের বোর্ড সভা সকাল ১১টায়, ওয়ালটন হাইটেকের সকাল ১১টায়, ডেল্টা স্পিনিংয়ের সকাল সাড়ে ১১টায়, মতিন স্পিনিংয়ের দুপুর ২টায়, সমরিতা হাসপাতালের দুপুর ২টায়, আরগন ডেনিমের দুপুর আড়াইটায়, ইটিএল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এনসিসি ব্যাংক একই সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস