সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ব্যবহার করে পাথর আমদানি আগের তুলনায় অনেকটাই কমে গেছে। ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে প্রায় ৫০ শতাংশ আমদানি কমেছে নির্মাণসামগ্রী হিসেবে ব্যবহূত পণ্যটির। এর ফলে পাথর আমদানি থেকে সরকারের রাজস্ব আয়ও কমেছে উল্লেখযোগ্য হারে।
এ বিষয়ে আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকায় সিরিয়ালের নামে পাথর বোঝাই ট্রাকে বেপরোয়া চাঁদাবাজির কারণে পাথর আমদানি কমে যাচ্ছে।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা যায়, ২০২০-২১ অর্থবছরের প্রথম নয় মাসে বন্দর দিয়ে পাথর আমদানি হয়েছিল ১৭ লাখ ৩২ হাজার ৮৪৩ টন। যার মূল্য ২০২ কোটি ৩৯ লাখ টাকা। এ সময় পাথর আমদানি থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল ১০৯ কোটি ৭৯ লাখ টাকা। অন্যদিকে চলতি অর্থবছরের একই সময়ে পাথর আমদানির পরিমাণ ৯ লাখ ৫১ হাজার ৮২১ টন, যা বিগত অর্থবছরের এ সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ কম। চলতি অর্থবছরের এ সময়ে আমদানীকৃত পাথরের মূল্য ১১৬ কোটি ৬ লাখ টাকা। এ খাতে সরকারের রাজস্ব আয় হয়েছে ৫৯ কোটি ৫১ লাখ টাকা। বিগত অর্থবছরের তুলনায় রাজস্ব কমেছে ৫০ কোটি ২৮ লাখ টাকা।
সানবিডি/এনজে