পুঁজিবাজার নিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে কিছু কুচক্রীমহল। তারা পুঁজিবাজারের পাশাপাশি এ সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি ও তাদের পরিবারবর্গকে নিয়েও মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এতে ওই সম্মানিত ব্যক্তি ও তাদের পরিবার সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন ও অসম্মানিত হচ্ছেন।
অপরদিকে ওইসব মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজার নিয়ে মিথ্যা অপপ্রচার রটনাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
রোববার (২৪ এপ্রিল) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের কার্যালয়ে ‘সোশ্যাল মিডিয়ায় পুঁজিবাজার বিষয়ক বিভিন্ন মিথ্যা ও নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক।
এসময় সংগঠনের মো. মহসিন মিয়া, মামুন হোসেন শামীম, মো. শাকিল আহমেদ খান সোহাগ, মো. পারভেজ আলী, মো. আলাউদ্দিন সবুজ, মো. সিরাজুল ইসলাম, মো. ইকবাল হোসেন, মো. শাহীন, মো. ওমর শরীফসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা লক্ষ্য করছি যে কতিপয় ব্যক্তি সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করে পুঁজিবাজার সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে নোংরা, অশ্লীল, মিথ্যা ও মনগড়া মন্তব্য করে পোস্ট দিচ্ছেন। তারা এখানেই ক্ষান্ত নন, সম্মানিত ওই সকল ব্যক্তিদের পরিবারকে জড়িয়েও নোংরা পোস্ট ও কমেন্ট করে যাচ্ছেন। যার ফলে ঐ সকল সম্মানিত ব্যক্তিগণ ও তাদের পরিবার সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন ও অসম্মানিত হচ্ছেন। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পুঁজিবাজারের পড়েছে বলে আমরা মনে করি। এই ধরনের অবিবেচক ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ড দেশের পাশাপাশি বিশ্বের দরবারেও আমাদের পুঁজিবাজার নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছে। যা আমাদের পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। আমরা এ ধরনের অশালীন ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, উত্থান-পতনের এই বাজারকে ঘিরে গঠনমূলক, আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, পূর্বাভাস থাকবেই। তাই বলে সোশ্যাল মিডিয়াতে সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে অমার্জিত ভাষায় মানহানিকর ও আক্রমণাত্মক পোস্ট অবশ্যই অপরাধ হিসেবে গণ্য বলে আমরা মনে করি। কোনো বিনিয়োগকারীর পক্ষে এহেন কর্মকাণ্ড করা সম্ভব নয়। কতিপয় সক্রিয় দুষ্টচক্র সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে পুঁজিবাজারের ভাবমূর্তি তথা দেশের অর্থনীতিকে ধ্বংস করতে চায়। সুতরাং বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারের ভাবমূর্তি রক্ষার্থে দুষ্টচক্রের কুরুচিশীল কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এরই মধ্যে একজন চক্রান্তকারীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা পুঁজিবাজারের সকল বিনিয়োগকারীদের আহ্বান জানাই, পুঁজিবাজারের স্বার্থে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্লাটফর্মে নেতিবাচক বার্তা যারা ছড়াচ্ছেন তাদেরকে প্রতিহত করি। একইসঙ্গে এ ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখি।
এএ