কঙ্গনার ইংরেজী ভীতি!
প্রকাশ: ২০১৬-০২-২২ ১৬:৫০:১০

ঠোঁটকাটা হিসাবে বলিউডে বেশ নামডাক রয়েছে ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। নিজের ভুলগুলোও মিডিয়ার সামনে বলতে দ্বিধা বোধ করেন না তিনি। তেমনই একটি উদাহরণ সম্প্রতি সামনে এলো বলিউডের একটি মিডিয়াকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারে মাধ্যমে।
এই সাক্ষাৎকারে নিজের একটি গোপন দুর্বলতা ফাঁস করলেন কঙ্গনা। ইংরেজিতে কথা বলার ব্যাপারে মোটেই স্বাচ্ছন্দবোধ করেন না বলে জানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা বলেন, “আমার মনে হয়, বলিউডে আমিই সবচেয়ে খারাপ ইংরেজি বলি। আমার বেশিরভাগ ইংরেজি উচ্চারণ সঠিক হয় না। আর ঠিক এ কারণেই আমি হিন্দিতে কথা বলতে পছন্দ করি।”
তিনি আরও বলেন, “আমি ছোটবেলা থেকেই ইংরেজি পড়েছি, শিখেছি। কিন্তু এটা কখনই আমি রপ্ত করেতে পারিনি। তাই এ বিষয়টি নিয়ে আমি নিজেই মাঝে মধ্যে বিব্রতবোধ করি। তবে আমি চেষ্টা করছি আমার ইংরেজিটা যাতে আরও ভালো হয়।”
বলিউডের এক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, ইংরেজি উচ্চারণ শেখার জন্য একজন শিক্ষক নিয়োগ করেছেন কঙ্গনা। প্রতিদিন এক ঘণ্টা করে ইংরেজি উচ্চারণের তালিম নিচ্ছেন কঙ্গনা।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













