পারস্য উপসাগর দিয়ে ২ লাখ লিটার চুরি করা তেল নিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকার আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
আইআরজিসি বোরবার জানিয়েছে, এই নিয়ে চলতি মাসে এ ধরনের তৃতীয় জাহাজ আটক করল ইরান। খবর রয়টার্সের।
আইআরজিসির ২য় ন্যাভাল জোনের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্নেল গোলাম হোসেইন হোসেইনি বলেছেন, চোরাচালানকারী জাহাজটিকে এটির আট ক্রুসহ আটক করে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে নিয়ে আসা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য তাদের ইরানের বিচার বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইআরজিসির এই কর্মকর্তা বলেন, ইরানের জাতীয় উৎপাদন ও অর্থনীতি রক্ষা করার স্বার্থে সাগরে জ্বালানি চোরাকারবার বন্ধ করা তার বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
সানবিডি/এনজে