আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল সংযোগ সড়কের নাওজোর এলাকায় নির্মিত উড়ালসেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে কোনও ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গাজীপুর সড়ক বিভাগ এটি খুলে দেয়।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরিফুল আলম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাওজোর থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার পর্যন্ত নিয়মিত দীর্ঘ যানজট লেগে থাকে। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে এ জট আরও প্রকট হয়। ঈদকে সামনে রেখে যানজট এড়াতে এবং যানজট নিরসনে এটি খুলে দেওয়া হলো।
তিনি আরও জানান, ২০১৯ সালে এই উড়ালসেতুর কাজ শুরু হয়। ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১৫ মিটারের উড়ালসেতুটি নির্মাণ করা হয়েছে। তবে কাজ এখনও পুরোপুরি শেষ না হলেও ঈদকে সামনে রেখে যানজট নিরসনে খুলে দেওয়া হয়েছে। বাকি কাজগুলো ঈদের পর করা হবে। উড়ালসেতুটি খুলে দেওয়ার সময় সড়ক বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও ট্রাফিক বিভাগের কয়েকজন কর্মকর্তা ছিলেন।
সানবিডি/এনজে