তাল্লু স্পিনিং আজ সোমবার টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। এই দিন কোম্পানির শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ২৪ টাকা ২০ পয়সা দরে। এদিন কোম্পানির ২৫ লাখ ৪৯ হাজার ৮৭টি শেয়ার ২ হাজার ১৪২ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩৭ টাকা ৭০ পয়সা দরে। আজ কোম্পানির ২৬ লাখ ৫ হাজার ২৩৫টি শেয়ার ১ হাজার ৪৯৮ বারে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ৯ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটার, লাফার্জ সুরমা সিমেন্ট, বারাকা পাওয়ার, আমান ফিড, জিপিএইচ ইস্পাত, জেমিনি সি ফুড লিমিটেড।