বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ও নৌপথ ব্যবহার করতে চায় সীমান্তবর্তী ভারতের মিজোরাম রাজ্য। পাশাপাশি রাঙামাটির সাজেক ও মিজোরামের সিলসুরি এলাকায় বর্ডার হাট স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে রাজ্যটি।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ২২ এপ্রিল থেকে গতকাল সোমবার পর্যন্ত মিজোরাম রাজ্য সফর করেছেন। সফর শেষে টিপু মুনশি ও মিজোরামের বাণিজ্যমন্ত্রী ড. আর লালথ্যাংকলিয়ানা একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন। এ সময় মিজোরাম সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই স্বাক্ষর অনুষ্ঠানে মিজোরামের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বন্দর ও নদী ব্যবহারের আগ্রহ ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি মিজোরামের সিলসুরি এবং বাংলাদেশের সাজেকের মধ্যে বর্ডার হাট স্থাপনের বিষয়ে প্রস্তাব দেন। সফরকালে টিপু মুনশি মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামখাংগা ও রাজ্যসভার স্পিকার লালরিনলিয়ানা সাইলোর সঙ্গেও দেখা করেন।
ড. আর লালথ্যাংকলিয়ানা বলেন, চট্টগ্রাম বন্দর ও নৌপথ ব্যবহার করে বাংলাদেশ ও ভারতের পণ্য পরিবহন এবং বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে। এ বিষয়ে মিজোরামের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, বর্ডার হাট স্থাপন করা হলে উভয় দেশ উপকৃত হবে।
এই অনুষ্ঠানের পরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্ডার হাট স্থাপনের বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এতে তৈরি পোশাক, নির্মাণসামগ্রী, প্লাস্টিক ও খাদ্য পণ্যসহ চাহিদা মোতাবেক বিভিন্ন পণ্য রপ্তানি করা সম্ভব হবে। একই সঙ্গে মিজোরামের পাথর, হলুদ, আদা, মরিচ, বাঁশ বাংলাদেশ আমদানি করতে পারবে।
টিপু মুনশি জানান, নৌপথ ব্যবহার করে মিজোরামের সঙ্গে বাংলাদেশের পণ্য পরিবহন এবং বাণিজ্য বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই করা হবে। উভয় দেশের বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সানবিডি/এনজে