চলতি বছরের ১২ মার্চ ১০৭ বছর পূর্ণ করবেন ভার্জিনিয়া ম্যাকলরিন। এই বয়সেও তিনি কোমর দুলিয়ে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে। খবর হাফিংটনপোস্টের।
রোববার হোয়াইট হাউজ থেকে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, ম্যাকলরিন দুই হাত প্রসারিত করে ওবামাকে স্বাগত জানাচ্ছেন।
তিনি ওবামাকে বলেন, 'এটা আমার জন্য বিরাট সম্মান। হোয়াইট হাউজে না এসে বেঁচে থাকাটা হতো বৃথা। সারা জীবন অপেক্ষা করেছিলাম হোয়াইট হাউসে একজন আফ্রিকান-আমেরিকান প্রেসিডেন্টকে দেখার।'
ম্যাকলরিন আরও বলেন, 'আমি খুব খুশি। একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, তার কালো স্ত্রী এবং আমিও এসেছি কৃষ্ণাঙ্গদের ইতিহাস উদযাপনে।'
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারলেন ম্যাকলরিন। সবাইকে অবাক করে হাতের ছড়ি ছুড়ে দিলেন। আর এমনভাবে নাচতে শুরু করলেন, তা দেখে মিশেল ওবামাও হতবাক।
এক পর্যায়ে বারাক ওবামা এবং মিশেল বলতে থাকেন, 'আস্তে, আস্তে। ওত দ্রুত নাচবেন না।' কিন্তু ম্যাকলরিন সে কথা কর্ণপাতই করলেন না। নেচেই চললেন। তার সঙ্গে ওবামা দম্পতিও কিছুক্ষণ নাচেন।
নাচ থামানোর পর যখন জিজ্ঞাসা করা হলো- ১০৬ বছর বয়সেও কীভাবে সম্ভব? ম্যাকলরিনের সোজা জবাব, 'নিজেকে সচল রাখ।'
মূলত ম্যাকলরিন হোয়াইট হাউজে গিয়েছিলেন আফ্রিকান-আমেরিকানদের ইতিহাস উদযাপন অনুষ্ঠানে।
সেখানে ওবামা তার স্ত্রী মিশেল ওবামার সঙ্গে ম্যাকলরিনকে পরিচয় করিয়ে দেন। এই বৃদ্ধার বয়স ১০৬ বছর এটা ফার্স্ট লেডি মিশেল কিছুতেই বিশ্বাস করছিলেন না।
মিশেলও মজা করে তাকে বলেন, 'বয়স হলে আমিও ঠিক আপানার মত হতে চাই।'
ভার্জিনিয়া ম্যাকলরিন ১৯০৯ সালের দক্ষিণ ক্যারোলিনায় জন্মগ্রহণ করেন। এরপর ১৯৪১ সালে ওয়াশিংটন ডিসিতে চলে যান এবং বর্তমান সেখানেই বসবাস করছেন।
https://youtu.be/NjwILp1U8VA