আওয়ামী লীগের হেলমেট বাহিনীকে আড়াল করতেই নিউমার্কেটের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় গ্রেফতারকৃত নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তি দাবিতে প্রতিবাদ সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
সমাবেশে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নিউমার্কেটের ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়নি। কারণ, তারা ক্ষমতাসীনদের লোক। তাই সাধারণ জনগণকে সঠিক বিচার পেতে হলে দেশে গণতন্ত্র সরকার ব্যবস্থা চালু করতে হবে। এর জন্য নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন বলে জানান খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে প্রতিবাদ সমাবেশ উপলক্ষ্যে সকাল থেকেই নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। বিএনপির এই কর্মসূচির কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।