পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্ট কমিটি দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ট্রাস্টির সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) কোম্পানির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ১৪ পয়সা।
অপরদিকে, ৬ মাসে (অক্টোবর, ২১-মার্চ, ২২) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ৯৩ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির ইউনিট প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১ টাকা ২১ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ