পাকিস্তানে করাচি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গাড়ি বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজনই চীনা নাগরিক। এসময় আহত হয়েছেন আরও কয়কজন। মঙ্গলবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১টা ৫২ মিনিটে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
খবরে বলা হয়েছে, করাচি বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট নামে একটি চীনা ভাষা শিক্ষাকেন্দ্রের কাছে গাড়িটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং জায়গাটিকে ঘিরে রাখেন।
নিহত চীনা নাগরিকরা হলেন কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সাই। তাদের সঙ্গে পাকিস্তানি গাড়িচালক খালিদও প্রাণ হারিয়েছেন।
পুলিশ জানিয়েছে, গাড়িটিতে সাত থেকে আটজন আরোহী ছিলেন, তবে নিহতের সঠিক সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটেছে। তবে পুলিশ বলেছে, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা হতে পারে।
করাচি পুলিশের প্রধান গোলাম নবী মেমন বলেছেন, প্রাথমিক তদন্তে বলা হয়েছে, বোরকা পরা এক নারী আত্মঘাতী বিস্ফোরণে জড়িত থাকতে পারেন।