বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আবুল কাশেম বলেছেন, এ দেশের বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ দলিত জনগোষ্ঠী এবং তার অর্ধেকই নারী। শুধুমাত্র জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে প্রতিনিয়ত তারা বৈষম্যের স্বীকার হচ্ছে। দলিত এ জনগোষ্ঠীর ভাগ্যান্নয়নে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে বাংলাদেশ ব্যাংক নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
সোমবার বিকালে খুলনার ফুলতলা গোলদারপাড়ার খালপাড়ে অনুষ্ঠিত ব্যাংকার ও গ্রাহকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন অভিযানের প্রধান উপদেষ্টা সাহিত্যিক মোয়াজ্জেম হোসেন আলমগীর।
ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন অভিযানের নির্বাহী পরিচালক বনানী বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক শেখ আজিজুল হক, জনতা ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক কবির আহম্মেদ, কৃষি ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক মোঃ আব্দুল্লাহ সাব্বির, বাংলাদেশ ব্যাংক খুলনার উপ মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র বৈরাগী, অতিঃ পুলিশ সুপার কে এম শফিউল্লাহ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ খুলনার হেড অব জোন আবু নাছের মোহাম্মদ নাজমুল বারী, সোনালী ব্যাংক খুলনার ডেপুটি জেনারেশ ম্যানেজার সমীর কুমার দেবনাথ, পূবালী ব্যাংক লিঃ খুলনার উপ মহাব্যবস্থাপক পরেশ চন্দ্র বাসাক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ খুলনার জোনাল হেড আব্দুর রশিদ, জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান ভুঁইয়া, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক লিঃ ফুলতলা শাখার ব্যবস্থাপক খন্দকার মোহাম্মদ আবু জাফর, পূবালী ব্যাংক লিঃ ফুলতলা শাখার ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দীন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ফুলতলা শাখার ব্যবস্থাপক মোঃ আখলাকুজ্জামান প্রমুখ। এ সময় প্রধান অতিথি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্যান্নয়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের নানামুখী কর্মকান্ডের কথা তুলে ধরে ফুলতলার আলকা গ্রামে দলিত সম্প্রদায়ের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার কথা ব্যক্ত করেন।
সানবিডি/ঢাকা/তাপস/এসএস