সিরাজগঞ্জ পৌর এলাকায় ছেলের লাঠির আঘাতে আঞ্জুয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আরিফকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহতের ছেলে আরিফ মানসিক ভারসাম্যহীন। মঙ্গলবার সন্ধ্যায় সে তার বাবা-মাকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সেখানে অবস্থার অবনতি হলে দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মা আঞ্জুয়ারা বেগম মারা যান। আহত বাবা শাহ জামালকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানায় পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, ‘ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর খবর পেয়ে আরিফ নামের ওই যুবককে আটক করা হয়েছে।’