পবিত্র ঈদুল ফিতরের আগের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৫০ বারে ২৪ লাখ ১৬ হাজার ২৭৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৯ বারে ২১ লাখ ৪৫ হাজার ১০৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা পূবালী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ১৫৮ বারে ২ লাখ ৪২ হাজার ৭৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সায়হাম কটনের ৫.৮০ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৫.১৮ শতাংশ, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৩.৮৯ শতাংশ, এপেক্স ফুডসের ৩.৭৪ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ৩.৬৮ শতাংশ ও আরএসআরএম স্টিলের ২.৮৪ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস