গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন আরও ১৯ জন মানুষ। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৪৪ জনের।
তবে গত একদিনে দেশে করোনায় কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৬৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৮ লাখ ৯৪ হাজার ৯৮২ জন।
প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।