রাশিয়া জ্বালানির মাধ্যমে ইউরোপকে ব্ল্যাকমেইল করছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া শুধু গ্যাস নয়, যেকোনো বাণিজ্যকেই তারা অস্ত্র হিসেবে বিবেচনা করে।
তিনি বলেন, ইউরোপ যখন বুঝতে পারবে বাণিজ্যে রাশিয়ার ওপর নির্ভর করা অগ্রহণযোগ্য, তত দ্রুত ইউরোপের বাজারে স্থিতিশীলতার গ্যারান্টি দেওয়া সম্ভব হবে।
এর আগে বুধবার (২৭ এপ্রিল) শর্ত মেনে না নেওয়ায় ইউক্রেনের মিত্র দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।
মূলত ‘অবন্ধুসুলভ’ দেশগুলোকে রাশিয়ার জ্বালানি নিতে হলে ডলারের বদলে রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ পরিশোধের ঘোষণা দেয় মস্কো। অন্যথায় গ্যাস সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়। তবে মস্কোর এমন শর্তে অস্বীকৃতি জানায় পোল্যান্ড ও বুলগেরিয়া। এরপরই এমন সিদ্ধান্ত নিল মস্কো।