১০ লাখ টন বাড়তে পারে তুরস্কের গম উৎপাদন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-৩০ ০৯:০০:০৩

তুরস্কে ২০২২-২৩ মৌসুমে গরম উৎপাদন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে দেশটির কৃষকদের শস্য উৎপাদনে অনেক বেশি ব্যয় করতে হচ্ছে। এর পরও উৎপাদন এক বছরের ব্যবধানে ১০ লাখ টন বাড়তে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস।
পূর্বাভাস অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে তুরস্কে ১ কোটি ৭০ লাখ টন গম উৎপাদন হতে পারে। এ পর্যন্ত তিন লাখ হেক্টর জমি গম আবাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির আরো উন্নতি হলে আবাদ বাড়তে পারে।
সানবিডি/ এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













