ওয়েবসাইট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটলে ১০ শতাংশ মূল্য ছাড় পাবেন যাত্রীরা। এই ছাড় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সব রুটের জন্য প্রযোজ্য হবে।
শনিবার (৩০ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ (জিএম-পিআর) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমান জানায়, যাত্রীরা www.biman-airlines.com থেকে ছাড়ে টিকিট কাটতে পারবেন। টিকিট কাটার সময় তাদের প্রমোকোডের ঘরে 'BGWEB2022' টাইপ করতে হবে। ছাড়ের টিকিটে ভ্রমণ করা যাবে এবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
তাহেরা খন্দকার জানান, যাত্রীরা বিকাশ ও নগদের মাধ্যমে অথবা ভিসা, মাস্টার বা এমেক্স-এর ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন।
এবিষয়ে বিস্তারিত জানতে বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নাম্বারে কল করার অনুরোধ জানিয়েছে বিমান।
এএ